Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডক্টরস ডে’র নতুন গান ‘আরোগ্য শিল্পী’

Main Image

নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সাব্বির


ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে বুধবার (৩০ মার্চ) সাধারণ মানুষের সেবায় কাজ করে যাওয়া চিকিৎসকদের জন্য ‘আরোগ্য শিল্পী’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। চিকিৎসকদের প্রতি গানটি নিবেদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সাব্বির। গানটি প্রকাশ হবে মেডিটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেলে।

দেশের স্বাস্থ্য সেবায় অবিরাম কাজ করে যাওয়া চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক কিভাবে আরও সুন্দর, শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক তৈরই এ গানটির প্রয়াস। গানটির কথা লিখেছেন ডাক্তার মুহিব্বুর রহমান রাফে। সুর করেছেন আকবর হোসাইন ইন্না। সঙ্গীতায়োজনে ছিলেন আশফাক টুলু। ভিডিও পরিচালনায় ছিলেন এইচ আল বান্না।

গানটিতে মডেল হয়েছেন ভাস্কুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল, ডা. সাঈদুল আশরাফ কুশল, ডা. সুষমা রেজা, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, ডাক্তার কানিজ ফাতেমা তন্বী, ডা. সুষ্মিতা, লাবিবা তাসনিম, আহমেদ সাব্বির, ফাইজুল ফাহিম, মিষ্টি ও রুদাবা নাফিস। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু হানিফ নোমান।

গানটি প্রসঙ্গে গীতিকার ডা. মুহিব্বুর রহমান রাফে বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন সময়ে মনের ভেতরে আসা কথাগুলো এ গানটিতে তুলে ধরার চেষ্টা করেছি। চিকিৎসক আর রোগী পরস্পরের প্রিয়জন। এ গানটি তাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে যদি সামান্যতম ভূমিকা রাখতে পারে তাহলে আমার চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব।

গানটির শিল্পী সাব্বির গণমাধ্যমকে বলেন, সাধারণত চিকিৎসকদের নিয়ে আমাদের দেশে খুব একটা গান নেই। চিকিৎসকরা তাদের পুরো জীবনটাই রোগীর জন্য উৎসর্গ করে। এটা গুরুত্বের সঙ্গে অনুধাবনের বিষয়। তাদেরও পরিবার আছে, ঘর সংসার আছে, প্রিয়জন আছে। কিন্ত ইমার্জেন্সি কল এলেই তাদের ছুটে যেতে হয় হসপিটালে। সত্যিকারের সুপার হিরোদের আত্মত্যাগের কথাই এ গানে তুলে ধরা হয়েছে।

গানটি শুনতে এখানে ক্লিক করুন...

আরও পড়ুন