এ দুর্ঘটনায় তার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হয়েছেন
রংপুরে বাসচাপায় নিহত হয়েছেন হালিমা খাতুন নামে এক নার্স। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর শহরের দমদমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পীরগাছার উপজেলার দেউতি গ্রামে।
এ দুর্ঘটনায় তার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগাছা গ্রামের বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে মোটরসাইকেলে নিয়ে শহরের বাসায় ফিরছিলেন মিজান। রাত ৮টার দিকে দমদমা ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময় পিছলে মোটরসাইকেলটি পড়ে গেলে পেছনে থাকা স্ত্রী হালিমা বেগম ছিটকে সড়কে পড়েন। এ সময় ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, লাশ পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। তারা আইনি বিষয় দেখছেন।
হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের রংপুর শাখার সভাপতি মো. ফোরকান আলী।
আরও পড়ুন