Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মমেকে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

Main Image

গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগের দিনের তুলনার করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের।

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তারা। গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু। মৃতরা হলেন, সবেদ আলী (৮০), জালাল উদ্দিন (৬৫), মন্নাস আলী (৬০), আরিফ (২২) ও শোভা (১৮)।

হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বুধবার (২৬ জানুয়ারি) জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২১ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এর মধ্যে করোনা পজিটিভ ৪৪ জন। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন