Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চোখের নিচে বলিরেখা দূর করবেন কীভাবে

Main Image

বলিরেখা কমাতে ওষুধ লাগাতে হবে, আবার ফিলারও দিতে হবে।


চোখের নিচে বলিরেখা হলে দূর করা খুব কঠিন। বলিরেখার চিকিৎসায় সিরাম, ভিটামিন ‘সি’ সিরাম, হায়ালুরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করা হয়।

এছাড়া কিছু আই ক্রিম আছে, যেমন- রেটিসম আই ক্রিম। কিছু আই ক্রিমের মধ্যে লেখা থাকবে গ্লাইকোলিক অ্যাসিড, আলফা হাইড্রোক্সি অ্যাসিড। তবে এর মাত্রা ৩, ৪, ৫ ও ৬ শতাংশের বেশি হবে না। এগুলো ব্যবহার করলে ত্বকের বলিরেখা কমবে।

চোখের নিচে বলিরেখা কমাতে হলে ফিলার ব্যবহার করতে হয়। ফিলার মানেও হায়ালুরনিক অ্যাসিড। এজন্য বলিরেখা কমাতে আমরা হায়ালুরনিক অ্যাসিড ব্যবহার করতে বলি।

বলিরেখা কমাতে ওষুধ লাগাতে হবে, আবার ফিলারও দিতে হবে। ফিলার দিলে এটা ৬-৯ মাস পর্যন্ত থাকে। এরপর আবার দিতে হবে। আর বলিরেখা বেশি হলে একটু বোটক্স দিই, এরপর এক- দুদিন পর ফিলার দিই।

আরও পড়ুন