Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ঝুঁকিপূর্ণ জেলার বিষয়ে সতর্ক হতে বলল স্বাস্থ্য অধিদপ্তর

Main Image

কম ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের আরও বেশি সতর্ক হতে হবে


করোনার উচ্চ ঝুঁকিতে থাকা জেলা থেকে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ সতর্কতা জানিয়ে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে ঢাকা-রাঙ্গামাটিসহ ঝুঁকিপূর্ণ জেলায় সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, ‘গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে আমরা ঢাকা ও রাঙ্গামাটিকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে, রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, যশোরসহ ছয় জেলা মধ্যম এবং বাকি ৫৪ জেলা সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছি।’

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘কোনো জেলায় ১০ শতাংশের ওপরে সংক্রমণ চলে গেলেই এটিকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করি। এসব জেলা থেকে কিন্তু খুব সহজেই বাকি জেলায় সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তাই কম ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের আরও বেশি সতর্ক হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব জেলাতে সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।’

আরও পড়ুন