Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউ’র পাঁচ চিকিৎসকের পদোন্নতি

Main Image

পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত ৫ চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

পদোন্নতি পাওয়াদের মধ্যে বিএসএমএমইউ’র সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল), কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. বশির আহমেদ জয়কে সহকারী প্রক্টর, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (এস্টেট) করা হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে রেজিস্ট্রার অফিসের ভারপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকারকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ ও দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন