Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউতে ‘লিঙ্গ পছন্দের’ চিকিৎসা চালু

Main Image

বিএসএমএমইউতে ‘লিঙ্গ পছন্দের’ চিকিৎসা চালু


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ চালু হয়েছে। রোববার (২১ নভেম্বর) এ বহির্বিভাগ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এদিন বিএসএমএমইউতে পেডিয়াট্রিক (শিশু) ইউরোলজি ডিভিশন, নিউনেটাল (নবজাতক) সার্জারি ডিভিশন ও পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি ডিভিশন উদ্বোধন করা হয়।

উপাচার্য বলেন, ‘রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার নিয়ে মানুষ অনেক কিছুই জানেন না। সমাজে হিজরা নামে পরিচিতরা চাইলে চিকিৎসার মাধ্যমে পূর্ণাঙ্গ নারী অথবা পুরুষে রূপান্তরিত হতে পারেন। তবে এজন্য শিশুকালেই শিশু সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বিষয়টি নিয়ে অভিভাবক ছাড়াও শিশু ও নবজাতক বিষয়ের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন বলেন, ‘মূলত তৃতীয় লিঙ্গসহ অপূর্ণাঙ্গ বা ক্রটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের শারীরিক ফেনোটাইপ (বাইরের প্রজনন অঙ্গ) ও জেনোটাইপ (জিনগত ভেতরের প্রজনন অঙ্গ) অনুযায়ী সার্জারিসহ প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পূর্ণাঙ্গ লিঙ্গে রূপ দিতে এ ক্লিনিক চালু করা হয়েছে। এটিকে রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডারও বলা হয়।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন