Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ওষুধ খেয়েও গ্যাস্ট্রিক না সারলে করণীয়

Main Image

কারো যদি সঠিকভাবে ওষুধ খাওয়ার পরও বুক জ্বালাপোড়ার সমস্যা সমাধান না হয়, তাহলে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


একেকজন একেক ধরনের উপসর্গকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে থাকেন। কেউ যদি বুক জ্বালাপোড়া করার ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে থাকেন, সেক্ষেত্রে দেখতে হবে উনি সঠিক মাত্রায়, সঠিক সময়ে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সঠিকভাবে ওষুধ খাচ্ছেন কিনা।

ওষুধ খাওয়ার পরও যদি তার সমস্যার সমাধান না হয় তাহলে দেখতে হবে তার খাদ্যাভ্যাস এবং ওজন নিয়ন্ত্রণে আছে কিনা। কারণ, খাদ্যাভ্যাস এবং ওজন নিয়ন্ত্রণে না থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে।

এছাড়া এসিডিটি ছাড়াও আরও কিছু কারণে বুক জ্বালাপোড়া করতে পারে, যেমন- নার্ভের কিছু সমস্যা রয়েছে। এক্ষেত্রে রিফ্লাক্স হাইপারসেনসিটিভিটির কারণেও বুক জ্বালাপোড়া করতে পারে।

কারো যদি সঠিকভাবে ওষুধ খাওয়ার পরও বুক জ্বালাপোড়ার সমস্যা সমাধান না হয়, তাহলে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন