Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


দিনে ৪০ হাজার স্কুলশিক্ষার্থী টিকা পাবে

Main Image

বেশিরভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলেই জানুয়ারি থেকে স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে


স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ব্যাপক পরিসরে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর থেকে দিনে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে।

শনিবার (১৬ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। আশা করছি, আগামী ৩০ অক্টোবর থেকে আমরা এ কার্যক্রম শুরু করতে পারব।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর স্কুল এবং কলেজ মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৭৮৩টি। এখানে শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ১৫ হাজার। আমরা এদেরকে প্রথম ধাপে টিকার আওতায় আনব। এ টিকাদান কার্যক্রম শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। যেখানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ২০০টি বুথ থাকবে।’

মাউশি ডিজি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করার পর তারা যেন সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারে, সে বিষয়ে মাউশি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর আমরা টিকাদানে স্কুল অনুযায়ী তারিখ নির্ধারণ করে দেব।’

দেশের ২১টি পয়েন্টে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরীর টিকাদান কার্যক্রম শেষ হলে পরবর্তীতে দেশের ২১টি পয়েন্টে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।’

বেশিরভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলেই জানুয়ারি থেকে স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানান মাউশি ডিজি।

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন