Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চলতি সপ্তাহেই শিশুদের টিকা প্রয়োগ: স্বাস্থ্য অধিদপ্তর

Main Image

চলতি সপ্তাহ থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে


করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি সপ্তাহ থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠান শেষে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি জানান, এই সপ্তাহের মধ্যেই শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে।

খুরশীদ আলম বলেন, ‘শিশু-কিশোরদের টিকার বিষয়টি নানা কারণে এখনো হয়ে উঠেনি। এর প্রধান কারণ, এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দেয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় ডব্লিউএইচও’র ডিজির সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তারা সম্মতি দিয়েছেন। বিভিন্ন দেশ ফাইজারের টিকা দিচ্ছে। সেটি মাথায় রেখে আমরাও একই টিকা দেবো।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছরের বেশি শিক্ষার্থীদের অনুমোদন না দিলেও বিভিন্ন দেশে তাদের ফাইজার দিচ্ছে। আমাদেরও এমন পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। কারণ, ফাইজারের টিকা সংরক্ষণের জন্য দেশে তেমন সুবিধা নেই।’

জেলা ও সিটি করপোরেশনগুলোর যেখানে সুবিধা আছে, আপাতত সেখানেই টিকা দেওয়া হবে বলে জানিয়েছন ডা. এবিএম খুরশীদ আলম।

আরও পড়ুন