বৃস্পতিবার দুপুরে বিএসএমইউর মিল্টন হলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
করানোভাইরাসের (কোভিড-১৯) অবনতিশীল পরিস্থিতি মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খুব শিগগিরই শয্যা সংখ্যা ৫০টি এবং আইসিইউর সংখ্যা ১০টি বাড়ানো হবে।
১ এপ্রিল (বৃস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারে ২০টি আইসিইউ শয্যাসহ সর্বমোট ১৮৭টি শয্যা চালু আছে।
‘করোনা পরিস্থিতি: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক শারফুদ্দিন আরো বলেন, আগামী ৮ মার্চ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।
এ সময় সংক্রমণ মোকাবিলায় তিনি বলেন, সভা-সমাবেশ, পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানও আপাতত বন্ধ রাখা অপরিহার্য।
এছাড়া সকলের সহযোগিতা নিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা-শিক্ষা, গবেষণা, ও সেবা কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নবনিযুক্ত উপাচার্য।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনাল মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান। প্রবন্ধে কোভিড-১৯ মোকাবিলায় বিএসএমএমই ‘র বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু প্রমুখ।
আরও পড়ুন