Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


পরিবার পরিকল্পনা বিভাগের ৭৬ কর্মকর্তার পদোন্নতি

Main Image

ফাইল ফটো


বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৭৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদেরকে সহকারী পরিচালক করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার (৩০ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তরা বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমাল-১৯৮১ অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। যা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুয়ায়ী, পদোন্নতিপ্রাপ্তদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর (per2@mefwd.gov.bd) ই-মেইলে তাদের চাকরির যোগদানপত্র পাঠানোর আদেশ দেয়া হয়। আর পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে বহাল থাকবেন।

জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী শিগগিরই কার্যকর হবে।

আরও পড়ুন