Copyright Doctor TV - All right reserved
আমার নন-মেডিকেল বন্ধুদের বলছি, কেউ যদি এসব টেস্ট (CBC, RBS, S. creatinine, Urine R/E, ECG) করেন, তাহলে ভাববেন না আর জীবনেও এসব করা লাগবে না। আপনি যদি আজ সব টেস্ট করেন আর কালকেই যদি আপনার বুকে ব্যাথা হয় তবে আবারো ECG করতে হবে। দয়া করে ভুল বুঝবেন না। ডাক্তার যে টেস্ট করতে দেন- তা আপনার জন্যই, আপনার চিকিৎসার জন্যই।
অন্যান্য বছর জুন থেকে ডেঙ্গু শুরু হয়, চলে সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর একটু দেরিতে শুরু হয়েছে এবং প্রকোপটা একটু বেশিই মনে হচ্ছে। প্রত্যেক দিন প্রচুর সংখ্যক রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাদের বেশিরভাগই শিশু। শিশুরা ডেঙ্গু কেন, কোনো রোগের লক্ষণই সঠিকভাবে বলতে পারে না বলে ঝুঁকি বেশি হয়।