Copyright Doctor TV - All right reserved
ইদানিং এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। ১০ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগ বেশি হয়। Handfootmouth disease (HFMD) রোগটি এক ধরনের ভাইরাস (coxsackie virus) রোগ। ছোট ছোট পানি ভরা ফোস্কা (blister) হাতে পায়ের তালুতে, ঠোঁটের চারপাশে, মুখের ভেতর, কনুই, হাঁটুতে এমনকি ডায়াপার এরিয়াতে দেখা যায়, দেখতে চিকেন পক্স বলে ভ্রম হয়। চিকেন পক্সের মতো সারা শরীরে হয় না।