Copyright Doctor TV - All right reserved
দেশে চলতি বছরের মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭৬৯ জন। একই সময়ে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৭ জন। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮ জন এবং নিখোঁজ রয়েছেন ৩ জন।
এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫২ জন। আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিলের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সড়ক, রেল ও নৌ পথে মোট ৬৫০টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৬৪২ জন নিহত ও আহত হয়েছেন ৯৭৮ জন। নিহতদের মধ্যে ২০৫ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।