Copyright Doctor TV - All right reserved
বাইপোলার মুড ডিসওর্ডার, কারেন্টলি ম্যানিক (Bipolar Mood Disorder Currently Manic) একটি অদ্ভুত মানসিক রোগ। এ রোগে আক্রান্ত রোগী মনে করেন, তার গায়ে হঠাৎ হঠাৎ অশরীরী আত্মা ভর করে, তার কি যেনো হয়ে যায় তার, সে অদ্ভুত গায়েবী, আধ্যাত্মিক শক্তি পায় এবং সেই গায়েবী শক্তি দিয়ে সে অকল্পনীয় সব কাজ করতে পারেন, সে মানুষের ভবিষ্যত বলে দিতে পারে ইত্যাদি ইত্যাদি।
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার (DSM-5) অনুসারে বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক রোগ। ধারণা করা হয়, ব্রেইনের গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার ডোপামিন (Dopamine) বেড়ে যাবার কারনে এমনটি হয়ে থাকে।