Copyright Doctor TV - All right reserved
শিশুকে মায়ের দুধ খাওয়ানোর কৌশলগত ত্রুটিতে বাড়ছে বিকল্প দুধের বাজার। জন্মের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর হার গত ৪ বছরে কমেছে ১০ শতাংশ। এই সময়ে বিকল্প দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য আমদানির বাজার বেড়েছে এক হাজার ৬শ'কোটি টাকা। বিশেষজ্ঞদের দাবি, কমিশন ও প্রলোভনে পড়ে চিকিৎসক, পুষ্টিবিদ, এমনকি নার্সরাও প্রেসক্রাইব করছেন বিকল্প দুধের। তবে শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশে প্রথম ৬ মাস এক ফোটাও বিকল্প দুধ না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের।