Copyright Doctor TV - All right reserved
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক ও আইসিআরসি-এর ফ্যাব্রিজিও কার্বোনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, "বিদ্যুৎ ছাড়া, হাসপাতালগুলি মর্গে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।" গাজা যেহেতু ক্ষমতা হারায়, হাসপাতালগুলিও বেকায়দায় পড়ে। নবজাতকদের ইনকিউবেটরে এবং বয়স্ক রোগীদের অক্সিজেন ঝুঁকিতে ফেলে। কিডনি ডায়ালাইসিস বন্ধ হয়ে যায়, এবং এক্স-রে নেওয়া যায় না ।