Copyright Doctor TV - All right reserved
ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক সহনশীলতা ৯০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণার তথ্য তুলে ধরে তারা বলেন, অধিকাংশ ব্যাকটেরিয়াই ৬০ থেকে ৭০ শতাংশ অ্যান্টিবায়োটিকের প্রতি সহনশীল। এমনকি শেষ প্রতিরক্ষাকারী অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচিত যেমন- কার্বাপেনেম, কোলিস্টিনের প্রতি কিছু ব্যাকটেরিয়া ৯০ শতাংশের বেশি সহনশীল। আরটি-পিসিআরসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত ব্যাকটেরিয়া থেকে ১৯টিরও বেশি আন্টিবায়োটিক সহনশীল জীন পাওয়া গেছে বলে জানান গবেষকরা।