Copyright Doctor TV - All right reserved
বিদেশে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে ২০ লক্ষ টাকা খরচ হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাত্র ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে এই সেবা প্রদান করা সম্ভব হবে। সোমবার দুপুরে (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ২য় তলায় সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন এ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টার উদ্বোধনকালে এ কথা বলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সব ঠিকঠাক থাকলে ২৮ ডিসেম্বরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ' হ্যান্ডস অন ট্রেনিং অন হিস্টারোস্কপি এন্ড ল্যাপারোস্কপি' শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। জানুয়ারি মাসে আরও একটি নতুন মাইলফলক যুক্ত হবে বলে জানান তিনি।