বিএসএমএমইউয়ে বোনম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে ২৮ ডিসেম্বর : ভিসি

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-26 20:58:00
বিএসএমএমইউয়ে বোনম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে ২৮ ডিসেম্বর : ভিসি

বিএসএমএমইউর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

সব ঠিকঠাক থাকলে ২৮ ডিসেম্বরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ' হ্যান্ডস অন ট্রেনিং অন হিস্টারোস্কপি এন্ড ল্যাপারোস্কপি' শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। জানুয়ারি মাসে আরও একটি নতুন মাইলফলক যুক্ত হবে বলে জানান তিনি।

রোববার (২৬ নভেম্বর) কেবিন ব্লকের ৯ম তলায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগ। অনুষ্ঠানে একই সঙ্গে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগে নতুন একটি ল্যাপারোস্কপি মেশিনও উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভিসি হিসেবে যোগদান করার পর থেকেই আমি চেষ্টা করছি প্রতিদিনই কিছু না কিছু নতুন করে করার। এভাবে প্রতি সপ্তাহে ও প্রতিমাসে নতুন কিছু করার প্রত্যয়ে প্রতিনিয়ত আমার শিক্ষকদের অনুপ্রেরণা মূলক তাগাদা দিয়ে যাচ্ছি। এ কারণেই প্রতিমাসে দেশের স্বাস্থ্যখাতের ইতিহাসে অন্তত একটি করে মাইলফলক যুক্ত করতে সমর্থ হয়েছি। আমার আগে অনেকেই দায়িত্বপালন করেছেন। সবাই রুটিন দায়িত্ব পালন করে চলে গেছেন। আমি সবাইকে নিয়ে নতুন নতুন কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। এ কারণেই আমরা সফল লিভার ট্রান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট, শিশু কিডনি ট্রান্সপ্লান্ট, করতে সফল হয়েছি। আমার সময়ে অন্ধদের চোখের আলো ফেরানোর জন্য কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম জোরদার করেছি।

তিনি আরও বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রতিস্থাপন কার্যক্রম ব্যাপকভাবে চলছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন চিকিৎসক অংশ নেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. জেসমিন বানু গত ১ বছরের সামগ্রিক কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। গত ১ বছরে ইনফার্টিলিটি বিভাগের বির্হিবিভাগ মোট ১৭ হাজার ৯শ ২৩ জন রোগী, যার মধ্যে নতুন রোগী ১০ হাজার ৬ শ ১৯ জন ও পুরান রোগী ৭ হাজার ৩ শ ৩ জন রোগী সেবা নিয়েছেন। বিভাগটি ২৯৬টি ছোট বড় অপারেশন হয়েছে।

অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন, গাইনোকোলোজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস জোনাকি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগের অধ্যাপক ডা. শাকেলা ইসরাত, সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা, সহকারী অধ্যাপক ডা. শাহীন আরা আনোয়ার, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি এন্ড ইনফার্টিলি বিভাগের ফেস-বি রেসিডেন্ট ডা. মোস্তফা মো. আল তারিক (রনি) প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: