Copyright Doctor TV - All right reserved
আশঙ্কাজনক তথ্য হচ্ছে, বিশ্বের ৪ ভাগের ১ ভাগ মানুষের শরীরে যক্ষ্মা রোগের জীবানু সুপ্ত থাকে। তার মানে হল ওই মানুষগুলো জীবানুতে আক্রান্ত। কিন্তু এখন পর্যন্ত তারা অসুস্থ হননি। এই আক্রান্তদের ৫-১৫ % শতাংশ সারা জীবন ধরেই রোগের শিকার হবার আশঙ্কা থেকে যায়।
যক্ষ্মায় সচেতনতা বাড়াতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে মত বিনিময়সহ প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান জাতীয় সংসদের মাননীয় স্পীকার সজিরিন শারমিন চৌধুরী।...