Copyright Doctor TV - All right reserved
শিশু থেকে প্রৌঢ় সকল বয়সে বাত ও অন্যান্য ব্যথার বয়সভিত্তিক কারণ রয়েছে। বয়সজনিত ও যেকোন ধরনের ব্যথায় আমাদের সজীবতা, স্ট্যামিনা বা তারুণ্য হারিয়ে আমরা মুষড়ে পড়ি। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এমন সেবা দেয়া সম্ভব যে ওষুধ ছাড়াই আমরা তারুণ্য বা সজীবতা ধরে রাখতে পারি বা লক্ষণ মুক্তভাবে চলতে পারি।
যত ধরনের বাতব্যাথা আছে, এগুলোর মধ্যে বয়স ও লিঙ্গ নির্বিশেষে যে রোগটি বেশি দেখা যায় তার নাম গেটেবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটিকে শিশুদের গলার ইনফেকশন পরবর্তী যে রিউমাটিক জ্বর হয় তার সাথে অনেকে গুলিয়ে ফেলেন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ধরনের রোগ।