Copyright Doctor TV - All right reserved
মা-বাবার হয়-তো পছন্দ, তার ছেলে ডাক্তার হবে- কিন্তু ছেলের হয়তো অন্য পেশায় যাবার পছন্দ। এই চাপাচাপিটাও কিন্তু অনেকের বেলায় হয়। পড়ালেখার ক্ষেত্রে বাচ্চার যে নিজস্ব একটা চয়েস, তার পছন্দ আছে- সেটা অনেক সময়ই আমরা ইগনোর করি। যার ফলশ্রুতিতে অনেক বাচ্চার পড়ালেখার প্রতি যে ইন্টারেস্ট, সেটা হারিয়ে ফেলে, অনেক সময় পড়তে চায় না। অনেক সময় রেজাল্ট খারাপ করে। অনেক সময় যে পড়ালেখা ছেড়েই দেয়।
শিশু কিশোরদের সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করাতে হবে। সেই সাথে তাদের সাইকোলজিক্যাল দিকটিও মা বাবা শিক্ষকদের নজর রাখতে হবে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. টিটো মিয়া।