Copyright Doctor TV - All right reserved
প্লাসেন্টা হলো গর্ভফুল এবং প্রিভিয়া মানে সামনে। গর্ভফুলের মাধ্যমে বাচ্চা জরায়ুর সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত গর্ভফুলের অবস্থান জরায়ুর ভেতরে ওপরের দিকে। এই গর্ভফুল যদি কোন কারণে জরায়ুর নিচের দিকে জরায়ুমুখে লেগে থাকে, তখন তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে।