Copyright Doctor TV - All right reserved
পরীর লক্ষণ বলে দিচ্ছে ও Type I (mild) শ্রেনীর অন্তর্গত রোগের লক্ষণের পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যা দিয়ে ডায়াগনোসিস করা যায়, যদিও এদেশে তা বহুলপ্রচলিত নয়। Mild শ্রেনীর হওয়ায় পরীর ভবিষ্যতে খুব একটা সমস্যা হবে না বলা যায়। তবে এই রোগে আক্রান্ত রোগীরা সহজেই হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগে থাকে। ভালো থাকুক নীলাভ চোখের চাহনি।