Copyright Doctor TV - All right reserved
চিনিকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। আবার বলা হয়, হোয়াইট পয়জন বা সাদা বিষ। তবে কেবল তখনই, যখন তা মাত্রা ছাড়াবে। উচ্চ মাত্রার ফ্রুকট্রোজ–সমৃদ্ধ কর্ন সিরাপ বা বাড়তি চিনিযুক্ত জুস, কোল্ড ড্রিংস, চা বা কফি আপনি কখনোই খেতে পারবেন না, এমন নয়। মন চাইলে খাবেন, তবে শরীরের অবস্থা আর মাত্রা বুঝে।
বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: হাসান শহীদ তার বক্তব্যে বলেন, গ্লুকোমা রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিন্তু নিরাময় সম্ভব নয়। দৃষ্টি যতটুকু হ্রাস পেয়েছে তা আর ফিরিয়ে আনা কঠিন। তবে দৃষ্টি যাতে আর কমে না যায়, তার জন্য আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এছাড়া, দেশব্যাপি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে সচেতন করেছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি এ কথাও জানান হাসান শহীদ।