Copyright Doctor TV - All right reserved
পুরা কায়নাত এর বিচিত্র সব ঘটনা ঘটে এইখানে। সারাটা দিন এই ডিম পাড়া গরমে চেস্ট টিউব দিতে দিতে যখন আমার নাভিশ্বাস, ঠিক সন্ধা ১ টার! দিকে রেস্ট নিতে গেলাম। ঘন্টা দুয়েক ঘুমাইলাম, খোয়াব দেখি- আমার আর এস মুরসালিন ভাই এর ডাক। সমস্যা হইল স্বপন আর শেষ হয়না, ডাক ও বন্ধ হয় না। পরে দেখি রাত ৪টায় স্যার আমার রুমে! বিজয় চল চল।
ব্রিটিশ তখন পাক-ভারত ছাড়ার চিন্তা করচ্ছে। ১৯৪৬ ১০ই জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত করে। K-1 to K-4 ব্যাচ ঢাকা মেডিক্যাল কলেজে শিফ্ট করে দেয়। K-5 ঢাকা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচ হিসাবে ভর্তি হলো।