Copyright Doctor TV - All right reserved
প্রচলিত আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। দাঁত যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের একটি তাতে কেউ দ্বিমত করবেন না। আমাদের দেহ ও স্বাস্থ্যের জন্য দাঁত কতোটা উপকারী তা দাঁত হারাতে শুরু করলেই বুঝতে পারি আমরা। খাদ্য গ্রহণ কিংবা শারীরিক সৌন্দর্য ধরে রাখতে দাঁতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদিও অনেকেই দাঁতের সমস্যায় ভোগেন। টুথব্রাশ, টুথপেস্ট কিংবা মাউথওয়াশ পাল্টেও মুক্তি পাচ্ছেন না। দাঁতের যত্নে ছোটো বড় সকলেরই তাই গড়ে তোলা উচিত কিছু ভালো অভ্যাস।