Copyright Doctor TV - All right reserved
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিলের প্রদাহ (টনসিলাইটিস) নিয়ে আগত ২ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কমপ্লেক্সের নাক কান গলা কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আল মামুন অস্ত্রোপচারটি পরিচালনা করেন।
টনসিল হলো মুখ গহব্বরের অভ্যন্তরে গলার একদম উপরিভাগের কিছু মাংসপিণ্ড। লিম্ফ টিস্যু দিয়ে গঠিত মাংসপিণ্ডটি চারটি গ্রুপে অবস্থান করে। জিহবার পেছনের দিকে লিংগুয়াল টনসিল, গলার দুই পাশে প্যালাটাইন টনসিল, নাসারন্ধ্রের পেছনে ন্যাসোফ্যারিংক্সের মধ্যে অ্যাডেনয়েড বা ন্যাসোফ্যারেঞ্জিয়াল টনসিল ও টিউবাল টনসিল।