Copyright Doctor TV - All right reserved
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তথ্য সংগ্রহে হটলাইন নম্বর চালু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নম্বরটি হলো- ১৬০০০। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নম্বরে কল করে তথ্য দেওয়া ও নেওয়া যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এ নম্বর বন্ধ থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে সহায়তায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় থেকে ফাউন্ডেশনের নিবন্ধন সনদ দেয়া হয়।