Copyright Doctor TV - All right reserved
জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে আসা চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে বুধবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে চান চীনা বিশেষজ্ঞরা। এ জন্য প্রয়োজন হলে চীনে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তারা। সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণের সময় চীনের চিকিৎসক প্রতিনিধিরা এ কথা জানান।