Copyright Doctor TV - All right reserved
যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণায় জড়িত থাকবেন তাদের জন্য সরকার বিশেষ প্রনোদনা প্যাকেজ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ,’ ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ আইন-২০২৩ এর খসড়ায় অংশীজনদের মতামত প্রদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতি ও কার্যক্রম শাখা। এ লক্ষ্যে খসড়া আইনটি ওয়েবাসইটে প্রকাশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতি ও কার্যক্রম শাখার উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা বিজ্ঞান গবেষণায় বিশেষ মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
চিকিৎসা গবেষণার কাজে প্রয়োজনে আরও বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়ে চিকিৎসা গবেষণায় জোরালো ভূমিকা রাখতে হবে। জাতীয় ইস্যুগুলো চিহ্নিত করে সঠিকভাবে গবেষণা কাজগুলো চালিয়ে নিতে হবে। এটি ঠিকভাবে করা গেলে এমডিজি অর্জনের মতো এসডিজি অর্জনেও আমরা সফল হতে পারব।