Copyright Doctor TV - All right reserved
যুক্তরাষ্ট্রে ১৮৪২ সালের ৩০ মার্চ শল্য চিকিৎসায় প্রথম ইথার অ্যানেস্থেসিয়া ব্যবহার করেছিলেন ডা. ক্রফোর্ড ডব্লিউ লং। ঘটনাটি স্মরণীয় করে রাখতে সেই দিনটিকেই তারা বেছে নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ডাক্তারি পেশাকে সম্মান জানানো। সেবা দিয়ে রোগীদের সারিয়ে তোলা এসব মহৎ মানুষদের কার্ড, ছোটো উপহার কিংবা সংবর্ধনা ইত্যাদি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। ১৯৯০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র) ৩০ মার্চকে জাতীয় ডাক্তার দিবস পালনের জন্য আইন পাস করেন।
এই দিবসটি পালনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় পারিবারিক চিকিৎসকদের ভূমিকা ও অবদানকে তুলে ধরা হয়। এছাড়াও স্থানীয় সম্প্রদায়, দেশ-জাতি এবং সারা বিশ্বের সকল মানুষের জন্য পারিবারিক ডাক্তারদের গুরুত্বপূর্ণ কাজগুলি দেখানোর সুযোগ উন্মুক্ত করে।