Copyright Doctor TV - All right reserved
আমি ইন্টার্ণীর সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, গাইনীতে ক্যারিয়ার করব। কারণ গাইনিতে কাজ করে আমার কাছে খুব রিয়াওর্ডিং মনে হতো। কি সুন্দর চিকিৎসা দিলে রোগীরা ভালো হয়ে যাচ্ছে, সবাই হাসিমুখে বিদায় নিচ্ছে, অর্থাৎ গাইনীতে চিকিৎসার ফলাফল খুব ইমিডিয়েটলি বুঝা যেত। একটু প্রটোকল ফলো করে চেষ্টা করলেই অনেক মৃতপ্রায় রোগির মুখে হাসি ফুটানো যায়। এ বিষয়টা আমাকে অনেক আকর্ষণ করতো ।