Copyright Doctor TV - All right reserved
বৈধ কাগজপত্র, স্বাস্থ্যসেবার পরিবেশ ও ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট না থাকা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ। শনিবার (২০ জানুয়ারি) অভিযান চালিয়ে নগরীর দক্ষিণ হালিশহর, বন্দর ও ফয়স লেক এলাকার প্রতিষ্ঠান চারটি বন্ধের নির্দেশনা দেন তিনি।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বেধে দেওয়া সময়ের মধ্যে বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।