Copyright Doctor TV - All right reserved
হাসপাতাল সমূহে অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে প্রতিটি নাগরিক হাসপাতালে সেবা নেওয়ার সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে Patient identification (PID) নাম্বার পাবে। ফলে পরবর্তীতে যে কোন উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সেবা নিতে আর কোন রোগীকে পুরাতন প্রেসক্রিপশন সঙ্গে নিতে হবে না বরং প্রতিটি ভিজিটের সময় শুধুমাত্র (PID) Scan করে স্বাস্থ্যসেবা নিতে পারবে। এককথায় রোগী সার্ভিস শুরু থেকে ছাড়পত্র হওয়া পর্যন্ত সকল তথ্য লিপিবদ্ধ থাকবে এই অটোমেশন এর মাধ্যমে।