কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-12 14:04:55
কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু

কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল অটোমেশন পদ্ধতি ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

ডিজিটাল অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যদিয়ে স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল হাসপাতালটি। উপজেলার স্বাস্থ্য সেবাকে সহজিকরণ ও স্বাস্থ্য বিভাগের নতুন সংযোজন অটোমেশন পদ্ধতি অনলাইনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি স্বাস্থ্য অধিদপ্তর অধীনস্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সার্বিক ব্যবস্থাপনায় এই ডিজিটাল অটোমেশন প্রসেসের সঠিক ব্যবহারের মাধ্যমে সেবামান কার্যক্রমকে আরও তরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।

ডিজিটাল অটোমেশন কার্যক্রম সম্পর্কে ডা. আরাফাতুর বলেন, এই প্রকল্পের কার্যক্রমের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এটি এমন একটি অটোমেশন সিস্টেম যেটি বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। হাসপাতাল সমূহে অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে প্রতিটি নাগরিক হাসপাতালে সেবা নেওয়ার সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে Patient identification (PID) নাম্বার পাবে। ফলে পরবর্তীতে যে কোন উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সেবা নিতে আর কোন রোগীকে পুরাতন প্রেসক্রিপশন সঙ্গে নিতে হবে না বরং প্রতিটি ভিজিটের সময় শুধুমাত্র (PID) Scan করে স্বাস্থ্যসেবা নিতে পারবে। এককথায় রোগী সার্ভিস শুরু থেকে ছাড়পত্র হওয়া পর্যন্ত সকল তথ্য লিপিবদ্ধ থাকবে এই অটোমেশন এর মাধ্যমে। দ্রুত সময়ে সার্ভিস, কমবে রোগীর কাগজ পত্র নিয়ে হয়রানি, পরীক্ষার বা ভর্তির টাকা পরিশোধ বিষয়ক থাকবে না কোনো ধরণের জটিলতা। এই তথ্য ভান্ডার থেকে বিভিন্ন গবেষণা ও যে কোন রোগের প্রাদুর্ভাব কোন এলাকায় বেশি, ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়াও আইনি সমস্যায় সহায়ক হিসেবেও কাজ করবে এটি। 


আরও দেখুন: