Copyright Doctor TV - All right reserved
শিশু কিডনি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে প্রথমে প্রস্রাব পরীক্ষা অর্থাৎ ইউরিন এনালাইসিস করা হয়। রোগের উপসর্গ অনুযায়ী ইউরিন কালচার, ইউরিন প্রোটিন টেস্ট করা হয়। এছাড়া রক্ত পরীক্ষা, অ্যালবুমিন, কোলেস্টেরল, ইলেক্ট্রোলাইট, ক্রিয়েটিনিন ইউরিয়া ক্যালসিয়াম, ফসফেট ইত্যাদি পরীক্ষা করা হয়।
কিডনি রোগ সিকেডি এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ডায়ালাইসিস করা হয়। কিডনি কাজ না করলে শরীরের বজ্র পদার্থ বের করতে ডায়ালাইসিস করা হয়।