Copyright Doctor TV - All right reserved
মানুষের শরীরে রক্তনালী দিয়ে সবসময় একটা নির্দিষ্ট চাপের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। এই নির্দিষ্ট চাপের একটা স্বাভাবিক মাত্রা আছে। সেটাই হলো স্বাভাবিক রক্তচাপ। আর কোনো ব্যক্তির এই রক্তচাপ স্বাভাবিক মাত্রার থেকে বেশি থাকলে তাকে উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়।