Copyright Doctor TV - All right reserved
অনেকের দেখা যায় বয়স ৩৫ বছর হয়ে গেছে কিন্তু তিনি এখনো নিজের স্বাস্থ্য পরীক্ষা করেননি এবং করার দরকার বলেও মনে করেন না। অথচ ভিতরে ভিতরে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) বা কিডনীর প্রদাহ (গ্লোমেরুলোনেফ্রাইটিস) বা মাসের পর মাস অতিরিক্ত ব্যাথানাশক ওষুধ সেবনের ফলে তার কিডনী নষ্ট হয়ে যাচ্ছে স্থায়ীভাবে!
আমরা চক্ষু বিশেষজ্ঞগণ নানা কারণেই বাধ্য হয়ে রোগীদেরকে সীমিত সময়ের জন্য স্টেরয়েড ড্রপ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই এসব ড্রপ প্রেসক্রিপশনে উল্লেখিত সময়ের একদিনও বেশি ব্যবহার করা যাবেনা- মর্মে সতর্ক করে থাকি।