স্টেরয়েড ড্রপ ব্যবহারে স্বেচ্ছাচারিতা ও আত্মঘাতী অন্ধত্ব বরণ

ডাঃ মোঃ মিজানুর রহমান :
2023-01-23 15:49:03
স্টেরয়েড ড্রপ ব্যবহারে স্বেচ্ছাচারিতা ও আত্মঘাতী  অন্ধত্ব বরণ

বর্তমানে বাচ্চাটির দৃষ্টি ডানে=৬/৬০, বামে= ৬/২৪, চোখের প্রেসার ডানে= ৩৬ মিমি পারদ, বামে=৩৫মিমি পারদ

আমরা চক্ষু বিশেষজ্ঞগণ নানা কারণেই বাধ্য হয়ে রোগীদেরকে সীমিত সময়ের জন্য স্টেরয়েড ড্রপ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই এসব ড্রপ প্রেসক্রিপশনে উল্লেখিত সময়ের একদিনও বেশি ব্যবহার করা যাবেনা- মর্মে সতর্ক করে থাকি।

কিন্তু এর পরেও কিছু লোকজন বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অমান্য করে নিজের খেয়াল খুশি মত নিজেরাই দীর্ঘ দিন ধরে স্টেরয়েড ড্রপ ব্যবহার করে আত্মঘাতী অন্ধত্ব বরণ করে থাকেন। এমন রোগী/অভিভাবকদেরকে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার থাকেনা।

আমার আজকের এই রোগী দুই বছর আগে বিখ্যাত এক চক্ষু হাসপাতালে চোখের এলার্জির জন্য চিকিৎসা নিতে গেলে Cortan eye drop প্রেসক্রিপশন করা হয়। আর বাচ্চার বাবা দুই বছর যাবত প্রতি মাসেই এটা কিনে দিতেন বাচ্চাকে।

ইদানিং বাচ্চাটা যখন চোখে অনেক কম দেখতে শুরু করেছে, তখন দয়া করে আজ আমার চেম্বারে নিয়ে এসেছেন।

বর্তমানে তার দৃষ্টি ডানে=৬/৬০, বামে= ৬/২৪, চোখের প্রেসার ডানে= ৩৬ মিমি পারদ, বামে=৩৫মিমি পারদ।

Steroid Induced Glaucoma এর কারণে তার ডান চোখের দৃষ্টি স্নায়ু ৯০% ও বাম চোখের দৃষ্টি স্নায়ু ৮০% নষ্ট হয়েছে।

*** কাজেই চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের বেধে দেয়া সময়সীমা মেনে চলুন।

জনস্বার্থে -

ডাঃ মোঃ মিজানুর রহমান
এমবিবিএস, এমএস (চক্ষু)
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
গ্লোবাল আই এন্ড হেলথ্ কেয়ার হসপিটাল, ধাপ, রংপুর।


আরও দেখুন: