Copyright Doctor TV - All right reserved
ইমার্জেন্সিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। বিহাইন্ড দ্য সিন কী চলে আমি জানি। সখ করে আপনাকে বসিয়ে রাখে না। আঙুল কাটা লোককে ৬ ঘণ্টা বসে থাকতে দেখেছি, কারণ তার থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার ভেতরে চলেছে।
যতবারই তার সাথে দেখা করতে চাইবেন এপয়েন্টমেন্ট লাগবে সঙ্গে ৮ হাজার রুপী ভিজিট। ডাক্তারের সাথে কথা বলার পর এক রাশ মুগ্ধতা সহ আমি বেজায় খুশী। কিন্তু সমস্যা হল হরমোন ট্যাবলেট খাওয়ার সময় । তিনি লিখেছেন প্রতিদিন 10 mg খেতে কিন্তু ওই ওষুধ 2.5 mg এর উপর পাওয়া যায় না।