Copyright Doctor TV - All right reserved
ডায়াবেটিস মেলিটাস, থাইরয়েড গ্ল্যান্ডের কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। থাইরক্সিন যদি কমে বা বেড়ে যায়, তাহলেও প্রেসার হতে পারে। এছাড়াও মূত্রথলি সংক্রান্ত ও কিডনিজনিত কিছু বিষয় রয়েছে বা কিডনিতে আগে থেকেই কোন রোগ থাকলেও এটা হতে পারে। কিডনিতে যদি কোনো প্রদাহ বা ইনফেকশন হয় তাহলেও প্রেসার বেড়ে যেতে পারে।