Copyright Doctor TV - All right reserved
অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, কেবলমাত্র মেডিকেল সাইন্সে প্রবল দক্ষ হলেই কেউ ভাল ডাক্তার হতে পারবে না। কারণ ভাল ডাক্তার হতে হলে সমাজকে বুঝতে হবে। সমাজের মানুষকে বুঝতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি সমাজের সার্বিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সমাজকে বুঝার চেষ্টা করতে হবে। তাহলে সে একজন সজ্জন মানুষ, সজ্জন ডাক্তার হতে পারবে।