Copyright Doctor TV - All right reserved
২০২৩-২৪ অর্থ বছরের জন্য স্বাস্থ্যখাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বাজেট বক্তৃতার লিখিত বিবরণ থেকে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন তিনি।
প্রতিবছরের মত এবারের স্বাস্থ্য খাতের বাজেট খরচ হয়নি। বরাদ্দের ৬৭ শতাংশ অর্থ ফেরত দেয়া হবে। অথচ, আমাদের তরুণ চিকিৎকেরা প্রয়োজনীয় টাকার অভাবে মানবেতর জীবনযাপন করেন। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ চত্বরে ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মেজর (অব.) অধ্যাপক ডাঃ আব্দুল ওহাব মিনার।