Copyright Doctor TV - All right reserved
ভিটামিন ডি-র স্বল্পতা, দীর্ঘ মেয়াদে গ্যাসের ওষুধ ও স্টেরয়েড ট্যাবলেট সেবন, খাদ্যে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও আমিষের অভাবে হাড় ক্ষয়ের রোগ বাড়ছে। ৫০ বছরের বেশি বয়সীদের প্রতি তিনজনে একজন নারী এবং প্রতি ৫ জনে একজন পুরুষ অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে ভুগছেন।
যাহোক, চিকিৎসক নিদিষ্ট জায়গায় কোন টেস্ট করতে দেয়া মানে উনি ওই জায়গার পারসেন্টেজ পান, এই ধারনা একদম ভুল। সঠিক চিকিৎসার জন্য রোগীর অনেক ভূমিকা আছে, দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অনেক রোগী এগুলো মানতে চান না। কিন্তু সঠিক চিকিৎসার জন্য সঠিক রিপোর্টের কোন বিকল্প নেই, আর কোন রিপোর্ট কোথায় সঠিক হয় তা একমাত্র আপনার চিকিতসকই জানেন।