Copyright Doctor TV - All right reserved
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আউখাবো এলাকায় জাহাঙ্গীর মিয়ার তিনতলা ভবনের নিচতলার এই দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানান, দগ্ধ ৪ জনের মধ্যে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, যারা আছে তারা কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ পারসেন্ট, কারো ৯০ পারসেন্ট; আবার কারো ৫০ পারসেন্ট দগ্ধ হয়েছে। শ্বাসনালী পুড়ে গেছে সবারই। কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।