Copyright Doctor TV - All right reserved
কম-বেশি সব মা-বাবাই সন্তানের দাঁতের যত্ন নিয়ে চিন্তিত থাকেন। দাঁত উঠলে কীভাবে কি করবেন, তা নিয়ে বেশি ভাবেন। অথচ একটি শিশু গর্ভে থাকাকালীনই তার দাঁতের যত্ন নেওয়া উচিত।
অনেকে জিজ্ঞেস করেন, শিশুদের দাঁত কখন থেকে ব্রাশ করব? একটি নাকি কয়েকটি ওঠার পর ব্রাশ করাব? আসলে মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুর দাঁতের যত্ন শুরু করা উচিত।