Copyright Doctor TV - All right reserved
বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সার্জনরা জানিয়েছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের অধিকাংশের চিকিৎসা এ দেশেই সম্ভব। তবে গুরুতর ও জটিল সমস্যায় যাদের বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে, তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি আনায় সহযোগিতা করতে চান তারা। এতে দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা আরও উন্নত হবে বলে প্রত্যাশা তাদের। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিদর্শন শেষে তারা এই পর্যবেক্ষণ দেন।